শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোর টানা পাঁচ দিন বন্ধ থাকবে মদের দোকান

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর সময় একটানা পাঁচ দিন বন্ধ থাকবে মদের দোকান। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের আবগারি দফতর।
আবগারি দফতরের নয়া নির্দেশ অনুযায়ী, এবারে দুর্গা পুজোর অষ্টমী থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে সরকারি মদ দোকান৷ এই মর্মেই শনিবারই নির্দেশ পৌঁছে গেছে প্রতিটি সরকারি মদের দোকানে ৷ আর সেই খবর চাউড় হতেই সুরাপ্রেমীদের কার্যত বজ্রাঘাত হওয়ার জোগাড়৷
গত ১৪ সেপ্টেম্বর আবগারি দফতরের ম্যানেজিং ডিরেক্টর এক নির্দেশিকায় (মেমো নম্বর- বি /ইভিসিও/২০১৭-১৮/২৪১/১(৪) জানিয়েছেন, অষ্টমী থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে সরকারি মদ দোকান৷ বৃহস্পতিবার অষ্টমী, শুক্রবার নবমী ও শনিবার দশমী এই তিনদিনের সঙ্গে বাড়তি দু’দিন হিসেবে যোগ হয়েছে ১ অক্টোবর মহরম ও ২ অক্টোবর গান্ধী জয়ন্তি ৷ এদিন সন্ধেয় মদ দোকান বন্ধের সেই খবর মুখে মুখে ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে কোচবিহার,সর্বত্রই ৷
আবগারি দফতরের এক কর্তার কথায়, ‘আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, ড্রাই ডে (যেদিন সরকারিভাবে দোকান বন্ধ থাকে)-তে সবচেয়ে বেশি মদ বিক্রি হয় ৷ ফলে পুজোর ক’দিন দোকান বন্ধ থাকলেও বিক্রিতে কতটা লাগাম পরানো যাবে, তা নিয়ে সংশয় থাকছেই’ ৷ কিন্তু,মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বিজ্ঞপ্তি ৷ কেননা,মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা বাড়ছে ৷ বাড়ছে মদ খেয়ে বেপরোয়া মোটর বাইক চালানো ৷ নারী পুরুষ নির্বিশেষে রাস্তা ঘাটে অশালীন আচরণ ৷ এমনকি পুলিশকেও মারধরের ঘটনা ঘটেছে ৷ মদ খেয়ে গাড়িকে দুর্ঘটনার কবলে ফেলেছেন বিক্রম চ্ত্ত্পাধায়ের মত অভিনেতা ৷ তাই মুখ্যমন্ত্রী চান না পুজোর সময় উত্সবের দিনে এই সব ঘটনার পুনরাবৃত্তি হোক ৷