শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জম্মুতে পাকিস্তানের মর্টার হামলা, যোগ্য জবাব দিয়েছে ভারত

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৭, ২০১৭
news-image

আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবারের পর শনিবারও অব্যাহত পাকিস্তানের হামলা। শনিবার সকালে জম্মুর আরএস পুরা সেক্টরের আরনিয়া সাব-সেক্টরে বিএসএফের তিনটি ছাউনি লক্ষ্য করে মর্টার শেলিং শুরু করে পাক সেনাবাহিনী।
ভারতীয় সীমান্ত রেখা বরাবর সাই, তেরবা ও জাবোওয়াল ছাউনি গুলিকে লক্ষ্য করে গুলির বৃষ্টি শুরু করে পাকিস্তান। পাশাপাশি চলে মর্টার শেলিংও। বিএসএফ পাল্টা জবাব দেওয়ার পরে গুলিবর্ষণ বন্ধ করে পাকিস্তান।
শুধু ভারতের সামরিক ঘাটি গুলিতে গোলা বর্ষন করে ক্ষান্ত থাকেনি পাকিস্তান। তারা জম্মুর সীমান্তবর্তী গ্রামগুলির দিকে তাক করে মর্টার শেলিং করে। এর ফলে দুটি বসত বাড়ি, একটি মন্দির ও তিনটি গবাদি পশু রাখার স্থান ক্ষতিগ্রস্ত হয়।
পাকিস্তানের এই অতর্কিত হামলার ফলে এক জওয়ান ও এক গ্রামবাসী আহত হন।