শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বোমার আঘাতে দেবে গেছে আস্ত পর্বত!

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায়। ভূগর্ভে করা ওই পরীক্ষার জেরে দেবে গেছে দেশটির আস্ত একটা পর্বত। মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা এয়ারবাসের পাঠানো টেরাসার-এক্স উপগ্রহের পাঠানো ছবির বরাত দিয়ে এমন তথ্য দাবি করা হয়েছে। পিয়ংইয়ং থেকে বেশ কিছুটা দূরে পাঙ্গি-রি এলাকায় ৮৫ একর জায়গা জুড়ে থাকা মাউন্ট মান্তাপের তলায় কাটা সুড়ঙ্গে গত ৩ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। ক্যালিফোর্নিয়ার জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের ইস্ট এশিয়া প্রোগ্রামের প্রধান জেফ্রি লুইস বলেছেন, উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গিয়েছে, ২ হাজার ২০৫ মিটার উচ্চতার ওই মাউন্ট মান্তাপের ৮৫ একর এলাকা অনেকটাই দেবে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, ওই হাইড্রোজেন বোমাটির ক্ষমতা ছিল প্রায় ১০০ কিলোটন। উপগ্রহের পাঠানো ছবি পরীক্ষা করে এ বার তারা বলছেন, ওই হাইড্রোজেন বোমার ক্ষমতা ২৫০ কিলোটনও হতে পারে। তার মানে, হিরোশিমায় যে বোমাটি পড়েছিল, তার অন্তত ১৭ গুণ।