বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবীর অস্ত্রবিহীন সম্মোহনী রূপেই বেশি চাহিদা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

অস্ত্র নিয়ে বেশ ক’দিন ধরে চলছে উত্তেজনা । না, কুমোরটুলিতে এ নিয়ে কোনও ফতোয়া যায়নি| তবু এবার প্রতিমার সাজে বদল! অস্ত্র ছাড়া দেবীর রূপ তুলে ধরতে চাইছেন শহরের অধিকাংশ পুজোর উদ্যোক্তা!
পটুয়াপাড়া সূত্রের খবর, ৮০ শতাংশ প্রতিমাই এবার অস্ত্রহীন! কুমোরটুলির মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতির যুগ্ম সম্পাদক রণজিৎ সরকার জানান, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরির চল বহু বছরের। এবারও তা অব্যাহত। তবে এবার অস্ত্রহীন প্রতিমা তৈরির দিকেই ঝোঁক বেশি উদ্যোক্তাদের। তিনি বলেন, ‘‘থিম যে রকমই হোক, প্রতিমার হাতে অস্ত্র রাখতে চাইছেন না অনেকে। বড় অস্ত্র তাই কম তৈরি হচ্ছে। তবে থিমের প্রতিমার পাশাপাশি, ছোট প্রতিমা কেনেন সকলেই। সেগুলির জন্য তৈরি হচ্ছে ছোট অস্ত্র।’’