বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেরোসিন সঙ্কটে কুমোরটুলি

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

রীতিমত হা কেরোসিন, হা কেরোসিন রব কুমোরটুলিতে। প্রতি বছর দুর্গাপুজোর দেড় মাস আগে থেকে রাজ্যের খাদ্য সরবরাহ দফতর শিল্পীদের সপ্তাহে পাঁচ লিটার করে কেরোসিন দিতেন। এবার তা দেওয়া হয়নি। দিন আট-দশের মধ্যে সব প্রতিমা মন্ডপে পাঠিয়ে দিতে হবে! পটুয়াদের কপালে তাই ভাঁজ।
প্রাকৃতিক রঙ তৈরির জন্য জলের সঙ্গে তেঁতুল বীজের পাউডার মিশিয়ে বেশি তাপমাত্রায় ফোটাতে হয়। ওই আঠার সঙ্গে গুঁড়ো রং মিশিয়ে তৈরি হয় প্রাকৃতিক রং। এর জন্য স্টোভ জ্বালাতে লাগে। আর, স্টোভ জ্বালাতে লাগে কেরোসিন। এবার বৃষ্টির জন্য অনেকটা সময় মার খেয়েছে প্রতিমা তৈরির কাজ। ব্লু ল্যাম্প জ্বালিয়ে মূর্তি শুকোতে প্রায় সবার ভাঁড়ারের কেরোসিন শেষ। এ ছাড়াও, যোগাড়ির কাজ করার জন্য গ্রাম এবং নানা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কুমোরটুলিতে যাঁরা আসেন, তাঁদেরও রান্নার জন্য কেরোসিন লাগে।