শাড়ির বাজার মাতাতে নতুন চমক

দুর্গাপুজো মানেই মহিলাদের ট্র্যাডিশনাল সাজের বহর। শাড়ির প্রতি যেন তাদের একটা আলাদাই দুর্বলতা। এবার সেই শাড়ির বাজার মাতাতে নতুন চমক। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন প্রকল্প কন্যাশ্রী।
একসময়ে রূপটানে ফেসিয়াল, স্পা, নিদেনপক্ষে নতুন হেয়ার কাটে মজত বাঙালি তরুণী। কিন্তু চলতি ফ্যাশনে ত্বক সাজছে নানা রঙের আলপনায়। শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট, বঙ্গললনাদের কেনাকাটা চলছে এই ট্যাটুর সঙ্গে সামঞ্জস্য রেখে।
আবার নিজেকে আকর্ষণীয় দেখাতে কেউ কেউ ঝুঁকছেন ডেনিম পোষাকের প্রস্তুতকারী হিসেবে প্রসিদ্ধ স্পাইকার-এ।
শুরু করেছি কন্যাশ্রী দিয়ে। আসি সেটার কথায়। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছে এই প্রকল্প। সেটাই হয়ে উঠেছে শাড়ি বাজারের ক্রেতা ধরার সূত্র।