শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়িতে ঢুকে পড়ে প্রকাণ্ড চিতাবাঘ, তারপর…

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

বাঘের আতঙ্কে রুদ্ধশ্বাস পরিস্থিতি গুয়াহাটি মহানগরের পাণ্ডু এলাকায়। বুধবার সকালে মণিকা সাইমন্ড নামে এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে একটি প্রকাণ্ড চিতাবাঘ। প্রায় তিনঘণ্টা উপদ্রব চালানোর পর বাঘটিকে ঘুম পাড়িয়ে আটক করা হয়।
মণিকা সাইমন্ড নামে ওই মহিলার বাড়ি পাণ্ডু টেম্পল ঘাটে। তাঁর বাড়িতে এদিন ঢুকে পড়ে প্রায় চার ফিট লম্বা একটি প্রকাণ্ড চিতাবাঘ। শুরু হয়ে যায় হইচই। গোটা দোতলা বাড়ি নিজের দখলে নিয়ে নেয় চিতাটি। একবার উপরের তলে তো খানিক পরে নীচে এ ঘর সে ঘর করে বেড়াতে থাকে।
খবর দেওয়া হয় বনদফতরে। অক্লান্ত কসরতের পর চিতাটিকে ঘুমপাড়ানি বুলেট ছুঁড়ে ট্র‌্যাংকুইলাইজ করতে সক্ষম হন বনকর্মীরা। একসময় সে নিদ্রার কোলে ঢলে পড়লে বনকর্মীরা তাকে তুলে গুয়াহাটিতে রাজ্য চিড়িয়াখানায় নিয়ে যান। চিতাটিকে আটক করা হলেও স্বস্তিতে নেই পাণ্ডুর বাসিন্দারা। নীলাচল পাহাড়ের পাদদেশে অবস্থিত পাণ্ডু, মালিগাঁও অঞ্চলে চিতার আনাগোনা নিত্যদিনের সমস্যা। ইতিমধ্যে কয়েকটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়েছে।