শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাচার হয়ে যাওয়া তিন তরুণী উদ্ধার দিল্লী ও গাজিয়াবাদ থেকে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

বিয়ে ও কাজের প্রলোভন দেখিয়ে পাচার করে দেওয়া হয়েছিল তিন তরুণীকে । কিন্তু দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীদের তত্পরতায় তিন তরুণীকে দিল্লী ও গাজিয়াবাদ থেকে উদ্ধার করা সম্ভব হলো। এই পাচার কাজে জড়িত থাকার অভিযোগে গাজিয়াবাদ থেকে বছর তিরিশের মুরসিদা বিবি নামে এক মহিলাকে ও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে উদ্ধার হয়ে আসা তরুণীদের বিচারকের কাছে গোপন জবানবন্দীর জন্য নিয়ে যাওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, গত মে মাসে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানা এলাকার উত্তর হাজিপুর গ্রাম থেকে এক তরুণী নিখোঁজ হয়ে যায়। কিছুদিন বাদে ওই থানারই বাসুলডাঙ্গা এলাকার বাসিন্দা আরও দুই তরুণীকে কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় এক যুবক। তিনটি ক্ষেত্রেই অভিযোগ দায়ের করা হয় ডায়মন্ড হারবার থানায়। এরপর ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কিন্তু কিছুতেই কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে কয়েকদিন আগে বাসুলডাঙা থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক তরুণী তার বাড়িতে ফোন করে তারা কোথায় ও কিভাবে আছে তা জানায়। সাথে সাথে পরিবারের লোকেরা ডায়মন্ড হারবার থানায় যোগাযোগ করেন। সেই সুত্র ধরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তিন তরুণীকেই উদ্ধার করে ।