বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫-০ গোলের বড় জয় পিএসজির, চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের ইতিহাস

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০১৭
news-image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সেল্টিকের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় পিএসজি। সেই ম্যাচে এক গোল করে ইতিহাস গড়েন কিলিয়ান এমবাপ্পে।

মোনাকো থেকে সম্প্রতি লোনে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার মৌসুমে এই ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্থায়ী চুক্তি করবে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম টিনএজার (অনূর্ধ্ব ১৯ বছর বয়সী) হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে গোল করার কীর্তি গড়েন এমবাপ্পে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে মোনাকোর ৩-৫ ব্যবধানে পরাজিত হওয়া ম্যাচে গোল করেছিলেন এমবাপ্পে। গত মৌসুমে সেমিফাইনালে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নেয়ার আগ পর্যন্ত মোনাকোর জার্সিতে নকআউট পর্বে ছয়টি গোল করেন এই তরুণ উদীয়মান ফরোয়ার্ড।

মঙ্গলবার সেল্টিক পার্কে পিএসজির বড় জয় পাওয়া ম্যাচে ইতিহাস গড়েন এমবাপ্পে। দারুণ গোলে ইতিহাস গড়ে আগামীর বড় তারকা হওয়ার জানান দিয়ে গেলেন এই টিনএজার ফুটবলার।