বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাপড় এলাকায় বিলি করলে লোকে তা ফেরত দিয়ে যাচ্ছেন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০১৭
news-image

পুজোর মুখে বিধানসভা এলাকার মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত কাপড়ের গুনগত মান ‘নিম্নমানের মানুষকে দেওয়ার অযোগ্য’- এই অভিযোগে সোমবার তৃণমূল থেকে বাম, বিজেপি থেকে কংগ্রেস বিধায়করা একযোগে অনুযোগ জানালেন স্পিকারের কাছে। ফলে তা সরকারের ঘরে একযোগে ফেরত দিলেন তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ, এই কাপড় এলাকায় বিলি করলে লোকে তা ফেরত দিয়ে যাচ্ছেন। সোমবারে স্পিকারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান আবদুল মান্নান, সুজন চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়রা। তাঁরা জানিয়ে দেন, এই কাপড় এলাকায় দেওয়া যাবে না। কারণ, তাতে বিধায়কের সম্মানহানি হয়। একইসঙ্গে স্পিকারকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন সরকারকে চিঠি লিখে এই ব্যাপারে অবগত করেন।বিধানসভা সূত্রের খবর, ফি বারই দুর্গাপুজোর সময় সরকারের তরফে প্রতিটি বিধানসভা এলাকার দরিদ্র মানুষদের জন্য ৪০০টি ধুতি, ৪০০টি শাড়ি ও ৪০০টি জামা দেওয়া হয় বিধায়কদের৷ এবারেও তার অন্যথা হয়নি৷