শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪০০ বিদেশি স্ত্রী ফেলে পালিয়েছে আইএস

News Sundarban.com :
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

ইরাকের তাল আফার শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ১,৪০০ বিদেশি স্ত্রী এবং শিশু সন্তান ফেলে পালিয়েছে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস সদস্যরা। এসব নারী-শিশু ইরাক সরকারের হেফাজতে রয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী এবং ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই রাশিয়া, তুরস্ক এবং মধ্য এশিয়ার। তবে, ইউরোপীয় দেশেরও কয়েকজন রয়েছে।

অনেক নারীই তাদের আসল পরিচয়পত্র নষ্ট করে ফেলায় ইরাকি কর্মকর্তারা এখন তাদের সত্যিকার পরিচয় খুঁজে বের জন্য তৎপরতা চালাচ্ছেন। তাদেরকে বিশেষ শিবিরে রাখা হয়েছে এবং শিবির থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। ইরাকে বর্তমানে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এ সব নারী-শিশু।

গত মাসের ৩১ তারিখে উত্তরাঞ্চলীয় নগরী তাল আফার পুরোপুরি আইএস মুক্ত হয়েছে বলে ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। আর এর মধ্যদিয়ে গোটা নেইনাভা প্রদেশ আইএস মুক্ত হয়েছে।