শনিবার, ৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তেজপালের বিরুদ্ধে মামলা ফের শুরু

News Sundarban.com :
সেপ্টেম্বর ৮, ২০১৭
news-image

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তেহলকা ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে মামলা ফের শুরু হবে। গোয়ার মপুসার অ্যাডিশনাল সেশন কোর্টে চলবে সওয়াল।
২০১৩ সালে এক মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগে তরুণ তেজপালকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তরুণ তেজপালের বিরুদ্ধে চার্জশিট পেশ করে।
বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ আদালতে মামলার শুনানি শুরু হবে। সম্প্রতি সেশন কোর্ট তেজপালের অনুরোধ মেনে নেয়। তিনি অনুরোধ করেছিলেন, ক্যামেরার সামনে তিনি সওয়াল-জবাব করতে চান না। উপদেষ্টা প্রমোদ কুমার দুবের পরামর্শে তিনি আবেদন করেছিলেন। আদালত এও নির্দেশ দেয়, শুনানি চলার সময় সেখানে সংবাদমাধ্যম প্রবেশ করতে পারবে না।
২০১৫ সালের ১৭ জানুয়ারি তেজপালের শুনানি স্থগিত রাখে। বৃহস্পতিবার ফের তা শুরু হল।