শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

হিমাচল প্রদেশের উনা জেলায় মঙ্গলবার সকালবেলায় একটি পথ দুর্ঘটনায় চারজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্র থেকে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, বাবা ভরমাল সিং মেরির আশ্রম থেকে ট্রাকে করে ফিরছিলেন ৪৪ জন পুণ্যার্থী। ফেরার পথে জেলার আম্ব এলাকায় ট্রাকটি দুর্ঘটনার মুখে পরে। এই দুর্ঘটনায় আহতদের পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৪ জনকে মৃত বলে বলে ঘোষণা করে চিকিত্সকরা। হাসপাতাল সূত্রে জানানো হয় যে, বাকি ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিত্সা চলছে ওই স্থানীয় জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই ট্রাকে থাকা সব যাত্রীই পাঞ্জাবের বাসিন্দা।
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুলিশ জানিয়েছে যে ট্রাকটির সামনে একটি বাইক চলে আসে। সেই বাইককে বাঁচাতে গিয়ে ট্রাকের চালক স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। কিন্তু তার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটির চালক আহত হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।