ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিন

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিন (৫ই সেপ্টেম্ব ১৮৮৮–১৭ই এপ্রিল ১৯৭৫ ) নিয়ে কোনো ভালো কবিতা চোখে পড়ে না তাই আমার প্রিয় ছাএ ও বন্ধুদের এবং শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো আমার লেখা কবিতাটি শিক্ষক দিবসের
দিনে স্কুলে পাঠ করান—
মহান রাধাকৃষ্ণণ
সফল ব্যক্তির পেছনে যে শিক্ষক তিনি তো মহান
পড়শুনায় নয় শুধু জীবনের প্রতি ধাপে তাঁর চলন।
সাফল্যের চাবিকাঠি তিনি খাঁটি মানুষ হবারও
মন্র মহান।
এমন যিনি শিক্ষক আদর্শ শিক্ষক
মহান তিনি রাধাকৃষ্ণণ।
দরিদ্র ব্রাহ্মণ কুলের সোনার সন্তান।
রাজনীতি দর্শন অধ্যাপনায় এক মেধাবী জীবন।
পরীক্ষায় দ্বিতীয় ? কখনই নন।ইনিয় উপরাষ্ট্রপতি
রাষ্ট্রপতি পদেও উপনীত হন।
নাইটহুড ভারতরত্ল তাঁর হকের সন্মান।
দেশবিদেশের মহাবিদ্যালয়ে অধ্যাপনার আহ্বান
ছুটে চলে যান।
গুণমুগ্ধ ছাএ ও বন্ধুরা বলে-‘হে মহান
ভালোবেসে সবে জন্মদিন তব পালন
করতে চান।’
“জন্মদিন শিক্ষক দিবস রূপে করো উদযাপন
ধন্য হবে শিক্ষককুল ধন্য সুধীজন।”-
বলেন কৃষ্ণণ।
সেই হতে এই দিবস ‘শিক্ষক দিবস’ রূপ নেয়।
বিশ্বের দরবারে ৫ই সেপ্টেম্বর স্মরনীয় হয় ।