শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রান তার নিজের প্রতিরক্ষা নীতি ও পরিকল্পনার ওপর অটল থাকবে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০১৭
news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর ডিপুটি চীফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, ইরান তার নিজের প্রতিরক্ষা নীতি ও পরিকল্পনার ওপর অটল থাকবে। ইরানের প্রতিরক্ষা সম্পর্কে আমেরিকার কিছু বলার নেই বলেও তিনি মন্তব্য করেন।

জতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির সাম্প্রতিক বক্তব্যের জবাবে জেনারেল জাযায়েরি এ কথা বলেছেন। নিকি হ্যালি সম্প্রতি ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের জন্য সুযোগ সৃষ্টি করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন।

জেনারেল জাযায়েরি বলেন, এ ধরনের আহ্বানের কোনো আইনগত ভিত্তি নেই এবং ইরানের নিরাপত্তার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তার ধারার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, আমেরিকা যদি মনে করে পরমাণু সমঝোতার কোনো মূল্য নেই তাহলে তারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু ইরানের প্রতিরক্ষা ইস্যুতে নিশ্চয় আমেরিকা কোনো সিদ্ধান্ত দিতে পারে না এবং ওয়াশিংটনও সে সম্পর্কে সজাগ। জেনারেল জাযায়েরি জোর দিয়ে ধর্মীয় নীতির কারণে ইরান কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবে নি