বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্যাক্সি পরিষেবা অ্যাপ দিয়ে চুরি যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৭
news-image

সম্প্রতি ফেকটোকেন নামে একটি ট্রোজান ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আর এই ভাইরাসটি অনলাইন ট্যাক্সি ডাকার জন্যে যে অ্যাপ ওলা উবের ব্যবহার করি তার থেকে ফোনে ছড়িয়ে পরে। এই অ্যাপে হানা দিয়ে ইউজারের ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে পারা যায় সহজে। এমনটিই জানিয়েছে সিকিউরিটি সফটওয়ার সংস্থা ক্যাসপারস্কি। সম্প্রতি ক্যাসপারস্কি তাদের ব্লগের বিবৃতিতে জানিয়েছে, কোনওরকম ট্যাক্সি অ্যাপ ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করতে। বিবৃতিতে আরও বলা হয়, এই ফেকটোকেন ভাইরাসটি মূলত মোবাইল ব্যাঙ্কিং ট্রোজান হিসেবে বেশি পরিচিত। ট্যাক্সি পরিষেবা অ্যাপগুলোতে সাধারণত ইউজাররা ব্যাঙ্কিং তথ্য ব্যবহার করে থাকেন। আর এই ট্রোজান ভাইরাসটির নতুন সংস্করণটি ওইসব অ্যাপে হানা দিয়ে সেখানে থাকা ইউজারের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেয়। এছাড়া এই ভাইরাসটি মোবাইল ইউজারের এসএমএস এবং কল সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড চুরি করতে সক্ষম। ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, নতুন এই সংস্করণটি মূলত রাশিয়ার নাগরিকদের টার্গেট করছে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে এটি বিশ্বব্যাপি ছড়িয়ে যাবে। এই ভাইরাস থেকে পরিত্রাণ পেতে অজানা সূত্র থেকে কোনও অ্যাপ ডাউনলোড বা ইনস্টল না করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।