বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়ালকে বাঁচালেন আসেনসিও

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৭
news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় অল্পের জন্য হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

অথচ বার্নাব্যুর শুরুর চিত্রটা ছিল অন্যরকম। ১০ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন রিয়ালের নতুন তারকা মার্কো আসেনসিও। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের অগ্রগামিতা। ১৮ মিনিটে কার্লোস সোলের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের পর বেশ কিছুক্ষণ বল দেওয়া নেওয়া করেও ব্যবধানে হেরফের করতে পারছিল না কোনও পক্ষ। অবশেষে ৭৭ মিনিটে রিয়ালের রক্ষণব্যুহ চূর্ণ করেন কোনদোগবিয়া।

এক পর্যায়ে হারের শঙ্কা পেয়ে বসেছিল রিয়ালকে। সেই শঙ্কা থেকে বাঁচিয়ে দেন আসেনসিও। ৮৩ মিনিটে সমতায় ফেরান দলকে।

এরপর আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল রিয়াল। বেনজিমা হেড করলেও সেটি গিয়ে লাগে পোস্টে। এরপর আর ব্যবধানে হেরফের করতে পারেনি জিদানের শিষ্যরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের প্রাণভোমরা রোনালদো নিষিদ্ধ থাকায় এবং সার্হিও রামোস নিষিদ্ধ থাকায় মিডফিল্ডার কাসেমিরোকে সেন্ট্রাল ডিফেন্সে খেলাতে হয়েছিল এদিন। তাই রোনালদোর অভাব ভালোভাবেই টের পাচ্ছিল স্প্যানিশ জায়ান্টরা।