শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভেস্তে গেল জিএমসিসি-র বৈঠক

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০১৭
news-image

ভেস্তে গেল GMCC-র বৈঠক। কালিম্পংয়ে আজ বৈঠকের বসার কথা ছিল পাহাড়ের আন্দোলনকারী দলগুলির। কিন্তু, মত বিরোধে তা হল না। আগেই GMCC থেকে বেরিয়ে এসেছে হরকা বাহাদুকরে জন আন্দোলন পার্টি। বৈঠকে যেতে চায়নি মদন তামাংয়ের

গোর্খা লিগ। এরআগে ২৫ অগাস্টের বৈঠকে পাহাড় দলগুলির মধ্যে মতবিরোধ তুঙ্গে ওঠে।

প্রশ্ন ওঠে, কেন GMCC কে অন্ধকার রেখে রাজ্যকে আলোচনা চেয়ে চিঠি লিখল GNLF। মোর্চা- GNLF -জাপকে বৈঠকে  আহ্বান জানিয়ে আলাদা করেছে চিঠি দেয় রাজ্য। কিন্তু, বাকি কোনও দলকে আর ডাকা হয়নি। সেই জায়গা থেকেই বিরোধ শুরু হয়। মতবিরোধ চরমে পৌছয় রবিবার। ভেস্তে যায় GMCC-র বৈঠক। প্রশ্ন ওঠে পাহাড়ের আন্দোলনকারী দলগুলিকে নিয়ে গড়া GMCC-র ভবিষ্যত।