Tag Archives: Narendra Modi

কর্মচ্যুত ছাঁটাই শ্রমিকদের দুরাবস্থা নিয়ে মুখ খুলেছেন সূর্যকান্ত

নিউজ সুন্দরবন ডেস্ক:  করোনা আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনি, দিন খাই মানুষ। চরম সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে তারা। সিএমআইই- এর দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯-২০ সালের শেষে বাধা বেতনের চাকরি করতেন ৮.৬ কোটি লোক। সেখানে আগস্ট মাসে তা নেমে হয়েছে ৬.৫।

জুলাই অগাস্টে সেই সংখ্যা অনেক কমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিকাশের কথা বলেছেন। কিন্তু এটা কোন বিকাশ? এই নিয়ে মুখ খুলেছেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, তাহলে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক, অস্থায়ী, ঠিকা, কর্মচ্যুত ছাঁটাই শ্রমিকদের দুরাবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা বুঝতে কি অসুবিধা হয়? এর সাথে বেকার,আধা বেকার কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের দাবিতে ঐক্যবদ্ধ সংগ্রামই পারে খেলার মোড় ঘুরিয়ে দিতে। কিন্তু নষ্ট করার মতো সময় নেই।