Tag Archives: monsson

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কেরলে প্রবেশ করল বর্ষা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দেশে বর্ষার আগমণ ঘটল। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে থাকে বর্ষা। তবে এবার ৭ দিন দেরিতে ঢুকল বর্ষা।কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের ঘোষণ করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।আইএমডি আগেই জানিয়েছিল, এবার বর্ষা দেরিতে প্রবেশ করবে । তবে তারা পূর্বাভাসে জানিয়েছিল, ১ জুনের বদলে ৪ জুন বর্ষার আগমন ঘটতে পারে। তবে আরব সাগরে ঘূর্ণিঝড়ের জেরে ৪ জুনও বর্ষার আগমন ঘটেনি। শেষে বৃহস্পতিবার মৌসুমী বায়ু প্রবেশ করল।

আইএমডি সূত্রে জানা গিয়েছে,  দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের অবশিষ্ট অংশ এবং মধ্য আরব সাগরের কিছু অংশ, মান্নার উপসাগর এবং দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। ১ জুনের পরিবর্তে ৮ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করেছে। বর্ষা প্রবেশ করলেও আপাতত মৌসুমী বায়ুর প্রভাব থাকবে দুর্বল।