Tag Archives: meeting

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল, আটকে পড়ে কনভয়

তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে নদিয়ার বাদকুল্লা-সহ বেশ কিছু জায়গায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাদকুল্লাতে সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঝড়-বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা বাদকুল্লার সেই সভাস্থলের।

নদিয়ায় যখন এই তুমুল ঝড়-বৃষ্টি, তখন অভিষেকের কনভয় রাস্তায়। বাদকুল্লার দিকে যাচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় আটকে পড়ে তাঁর কনভয়।বাদকুল্লায় অভিষেকের সভার আয়োজনের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সভাস্থলের পরিস্থিতির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। বললেন, ‘পরবর্তীতে সভার বদলে যাতে জনসংযোগ যাত্রা করা যায়, সেই চিন্তাভাবনা করা হচ্ছে।’