Tag Archives: gun man attack

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, মৃত ২

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়।

ওই স্কুলেরই সমাবর্তন অনুষ্ঠান চলছিল ক্যাম্পাসের একটি থিয়েটার হল। অনুষ্ঠান শেষে পড়ুয়া এবং অভিভাবকরা হলের বাইরে বেরোতেই হামলা চালায় ১৯ বছর বয়সি বন্দুকবাজ। তাতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ১৮ এবং ৩৬ বছর বয়সি দু’জন। আহত কমপক্ষে ৫ জন। গ্রেফতার করা হয়েছে হামলায় অভিযুক্ত যুবককে।

হামলা চালানোর কারণ জানতে হামলাকারী যুবককে জেরা করছে পুলিশ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে খুনের, খুনের পরিকল্পনা-সহ একাধিক মামলা রুজু করেছে ভার্জিনিয়া পুলিশ।