নিউজ সুন্দরবন ডেস্ক: সল্টলেক, দত্তাবাদের লাবনী বাস স্ট্যান্ডের কাছে রবিবার সকালে একটি দোকানের সামনে মৃতদেহ পরে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তির নাম অভিজিৎ বোস বেহালার বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর রবিবার সকালে বেহালার বাসিন্দা অভিজিৎ বোসের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় লাবনী বাস স্ট্যান্ডের কাছে তারই দোকানের সামনে। এরপর বিধান নগর দক্ষিণ থানা খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ তদন্ত করছে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল।
