Tag Archives: corona positive shubhendu Adhikary

মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা পজিটিভ ,আক্রান্ত তাঁর মাও

রাজ্যে ফের আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার আরও এক মন্ত্রী। এবার করোনায় আক্রান্ত হলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, মন্ত্রীর সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন মন্ত্রীর মা। শরীরে উপসর্গ থাকায় বৃহস্পতিবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।

সেই রিপোর্ট পজিটিভ আসার পর আরটিপিসিআর টেস্ট করানো হয়। সেই রিপোর্টও পজিটিভ আসে। বৃহস্পতিবার রাতে কলকাতায় নিয়ে আসা হয় তাঁদের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী এবং মন্ত্রীর মা। জেলাশাসক পার্থ ঘোষ বলেন, পরিবহন মন্ত্রী এবং তাঁর মা করোনা সংক্রমিত।

শিশির অধিকারী জানান, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।