Tag Archives: Blood donation camp

ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবির

নিউজ সুন্দরবন ডেস্ক: রক্তদান উৎসবের আয়োজন করলে নামখানা ব্লক ভারতীয় জনতা পার্টি। সাগর মন্ডল ফাইভ -এর সম্পাদক বিপ্লব নায়েকের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।

এই শিবিরে ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থক বিন্দ ও স্থানীয় মানুষজন।

করোনা তান্ডবে বিগত ২৩ মার্চ থেকে সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছিল লকডাউন। যা প্রায় সাতমাস অতিক্রান্ত।করোনা তান্ডবে এই লকডাউন চলায় বিভিন্ন ভাবে সবথেকে বেশি সমস্যা জর্জরিত হয়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাঁদের পরিবার পরিজনেরা।

চারিদিকে লকডাউন বাড়ির বাইরে তেমন কেউ বেরোচ্ছে না। ফলে রক্তদান শিবির তেমন একটা না হলেও সংকটকালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে একের পর এক স্বেচ্ছায় রক্তদান শিবির করে মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েদেন বিজেপি নেতা বিপ্লব নায়ক।
বিপন্ন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা রক্তের জোগান পেয়ে জীবনে বেঁচে থাকার রসদ ফিরে পাবে।