Tag Archives: bipasa basu

চিরাচরিত বাঙালি রীতিতেই মুখে ভাত হল বিপাশা-কন্যা দেবীর

বাঙালি রীতিতেই মুখে ভাত হল বিপাশা-কন্যা দেবীর,  বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের ফুটফুটে কন্যা সন্তান দেবীর ছ’মাস পূর্ণ হওয়ার পর মুম্বইয়ে তাঁরা মুখে ভাতের আয়োজন করেন। অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেয়ে দেবীর অন্নপ্রাশনের সুন্দর কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন অভিনেত্রী।

২০২২-এর নভেম্বর মাসে বিপাশা কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। সম্প্রতি সেই দেবীর শুভ অন্নপ্রাশন সুসম্পন্ন হল । সম্পূর্ণ বাঙালি মতে অন্নপ্রাশনের অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানও পালন করলেন বিপাশা, করণ ও তাদের পরিবারের সদস্যরা। ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দনের টিপ, গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে বসিয়ে যাবতীয় রীতি পালন করলেন বিপাশা ও করণ।