কেন্দ্রের পাস করানো কৃষিবিলের প্রতিবাদে দেশ জুড়ে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে।
গোটা দেশের কৃষকরা এই বিলের প্রতিবাদে সোচ্চার হচ্ছেন।
কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে বিক্ষোভের পথে নেমেছেন পাঞ্জাব সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা।
কৃষি বিলের প্রতিবাদে শুক্রবার বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধকে শান্তিপূর্ণভাবে সফল করতে কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, কঠোরভাবে আইনশৃঙ্খলা মেনে চলার জন্য কৃষকদের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
পাশাপাশি করোনা আবহ থাকায় সমস্ত সুরক্ষা প্রটোকল মেনে চলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি কৃষি বিলের প্রতিবাদে তিনদিন ধরে রেল রোকো আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জোড়া বিশেষ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।