Tag Archives: abhisekh banerjee

মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ঠাকুরনগরে বিক্ষোভ মতুয়াদের

উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ছিল অভিষেকের ‘নবজোয়ারের’ অনুষ্ঠান ঠাকুরনগরে। তবে অভিষেকের পৌঁছনোর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। মমতা বন্দোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির পর বন্ধ করে দেওয়া হয় মন্দির। ঠাকুরবাড়ির নাট মন্দিরের সামনে বিক্ষোভ দেখায় মতুয়া সমর্থকরা। এমনকি কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। ও অভিষেকককে উদ্দেশ্য করে ওঠে গো ব্যাক স্লোগান।

অভিষেক আসার আগেই গোটা ঠাকুরবাড়ি-ঠাকুরনগর চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে পোস্টার ছেয়ে যায়, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে পোস্টার লাগায় মতুয়ারা। এ বিষয়ে স্থানীয় এক মতুয়া নেতৃত্ব বলেন, ‘অভিষেক কোন হনু, আমাদের ধর্মের গুরুকে অপমান করেছে মুখ্যমন্ত্রী, ওনাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, নইলে কোনও ক্ষমা নেই।’ অভিষেক আসার আগেই ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বিক্ষোভের পর ব্যারিকেড ভেঙে মন্দিরের দরজা আটকে দেয় মতুয়ারা। পাশাপাশি মতুয়াদের অন্য এক পক্ষ মন্দির খোলা দাবি জানালে মতুয়াদের দু’পক্ষের মধ্যে বসচা বাধে, তখনই মতুয়াদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল, আটকে পড়ে কনভয়

তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে নদিয়ার বাদকুল্লা-সহ বেশ কিছু জায়গায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাদকুল্লাতে সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঝড়-বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা বাদকুল্লার সেই সভাস্থলের।

নদিয়ায় যখন এই তুমুল ঝড়-বৃষ্টি, তখন অভিষেকের কনভয় রাস্তায়। বাদকুল্লার দিকে যাচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় আটকে পড়ে তাঁর কনভয়।বাদকুল্লায় অভিষেকের সভার আয়োজনের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সভাস্থলের পরিস্থিতির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। বললেন, ‘পরবর্তীতে সভার বদলে যাতে জনসংযোগ যাত্রা করা যায়, সেই চিন্তাভাবনা করা হচ্ছে।’