শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকরি খোয়াল গুগলের শতাধিক কর্মী

News Sundarban.com :
জানুয়ারি ১১, ২০২৪
news-image

নতুন বছরেও কর্মী ছাঁটাই অব্যহত বিশ্বের সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল-এ । চাকরি খোয়াল গুগলের শতাধিক কর্মী। জানা গিয়েছে, অ্যালফাবেট সংস্থার তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্টেন্ট, হার্ডওয়ার ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সংস্থার খরচ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে।

করোনার ধাক্কা সামলে ওঠার পর থেকেই ধাপে ধাপে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যালফাবেট সংস্থা। সবথেকে বেশি কোপ পড়েছে গুগলের কর্মীদের উপরই। কখনও শতাধিক, আবার কখনও হাজার কর্মীকে বিভিন্ন বিভাগ থেকে বিতাড়িত করা হয়েছে। এখনও অবধি কমপক্ষে গুগলের ২০,০০০-রও বেশি কর্মী চাকরি খুইয়েছেন।

২০২৪ সালের শুরু থেকেই আবার কর্মী বিতাড়িত করার পথে হাঁটছে গুগল। অ্যালফাবেট সংস্থার সূত্রের খবর, এবারও কমপক্ষে শতাধিক কর্মী ছাঁটাই করা হবে। মূলত যারা গুগলের ভয়েস বেসড অ্যাসিস্ট্যান্ট ও অগমেন্টেড রিয়ালিটি হার্ডওয়ার টিমে কাজ করতেন, তাঁদের ছাঁটাই করা হচ্ছে। এছাড়াও গুগলের সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং টিমের বেশ কয়েকজন কর্মীকেও ছাঁটাই করা হয়েছে।

আরও দেখুন