বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার

News Sundarban.com :
জানুয়ারি ৮, ২০২৪
news-image
তফসিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা যাতে আইআইটি’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারেন, তার জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার।সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে যোগ্যশ্রী  এই প্রকল্পের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরের প্রথম মাস থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হবে।
কবিতা-গানের কথা বলার সময় এ দিন মুখ্যমন্ত্রী নিজের লেখা ‘আলোক বর্তিকা’ কবিতার বইয়ের কথা উল্লেখ। পড়ুয়ারা বিপদে পড়লে সেই বই পড়ারও পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, “এই বইটা পড়লে বুঝতে পারবেন কোন সময় কোনটা ভাবলে মন ভাল হয়।” মমতা জানান, এই বই পড়লে পড়ুয়ারা আরও উন্নত হবেন। তাঁদের মন পরিষ্কার হবে।

উল্লেখ্য, মমতা নিজেই জানিয়েছেন তিনি প্রায় ১৩৫টি বই লিখেছেন। এ ছাড়া তাঁর লেখা ‘কবিতাবিতান’-এ ১ হাজার কবিতা রয়েছে। তার ইংরাজি অনুবাদও হয়েছে।