সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্দিষ্ট কক্ষপথে সফল ভাবে আদিত্য-এল১-কে স্থাপন করেছে ইসরো

News Sundarban.com :
জানুয়ারি ৬, ২০২৪
news-image

ভারতের প্রথম সৌর-অভিযান সফল। শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে সফল ভাবে আদিত্য-এল১-কে স্থাপন করেছে ইসরো। আগামী পাঁচ বছর সেখানেই থাকবে সৌরযানটি, অন্বেষণ করবে সূর্যকে। সংগ্রহ করবে নানা তথ্য।

সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য-এল১। শনিবার বিকেল ৪টে নাগাদ আদিত্য এল-১-কে উদ্দিষ্ট কক্ষপথটিতে বসিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে। তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে। তবে এর আগে ভারতের কোনও মহাকাশযান সূর্যের এত কাছে যায়নি। এই সাফল্যে ইসরো-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।