শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০২৩
news-image

এবার মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষাকে কড়া নজরে রাখতে চায় পর্ষদ। আর তাই গোটা পরীক্ষাপর্ব চলাকালীন সিসিটিভি নজরদারি চালাবে তারা। ফুটেজও রক্ষিত থাকবে। এবার থেকে তা বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে৷ পরীক্ষা কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে এমনই সিদ্ধান্তের কথা পর্ষদ জানিয়েছে। শনিবার পর্ষদসূত্রে এ খবর জানা গিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রতিদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, দেখতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি যেন সঠিকভাবে কাজ করে। কোনও কারণে সিসিটিভিরগুলির সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে। কোনও সমস্যা হলে আগে থেকে সিসিটিভিগুলি ঠিক করতে হবে।

মধ্যশিক্ষা পর্ষদ আরও জানিয়েছে, সংরক্ষণ করে সিসিটিভি ফুটেজগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধানের কাছেই রাখতে হবে

ফলপ্রকাশ না-হওয়া পর্যন্ত। সিসিটিভি ফুটেজ নষ্ট হলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকের উপর।

২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পর্ষদের তরফে পর্যবেক্ষকরা সব পরীক্ষাকেন্দ্রে যাবেন।