বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে করোনাভাইরাসের নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা এখন ১৫৭

News Sundarban.com :
ডিসেম্বর ২৯, ২০২৩
news-image

করোনার দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু চিন্তা বাড়িয়েই চলেছে ভারতে, দেশে করোনাভাইরাসের নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা এখন ১৫৭। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কেরলে দু’জনের মৃত্যু হয়েছে, মহারাষ্ট্রে একজন, পুদুচেরিতে একজন ও তামিলনাড়ুতে একজন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪,০৯১-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৫১। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭৪,২৪৬ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।