শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহিত সাগরে ভারতীয় জাহাজে ড্রোন হামলা

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০২৩
news-image

লোহিত সাগরে ভারতীয় জাহাজে ড্রোন হামলা! এমনই বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিভাগ। তাঁদের দাবি, লোহিত সাগরে ড্রোন হামলা চালানো হয় একটি তেল বহনকারী ভারতীয় জাহাজে। পেন্টাগন জানিয়েছে, ভারত উপকূলে গতকাল ইরানের ছোঁড়া ড্রোনের আঘাতে জাপানের একটি রাসায়নিক ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন সামরিক বাহিনী এই ট্যাঙ্কারের দিকে লাগাতার নজর রেখেছে। গতকাল সকালে ভারতীয় উপকূল থেকে ২২০ নটিকাল মাইল দূরে এই ঘটনা ঘটে। হতাহতের কোনও খবর নেই। ভারতীয় নৌবাহিনীও সবরকম সাহায্যে এগিয়ে এসেছে।

এছাড়াও হামলার শিকার হয়েছে এমভি সাইবাবা নামে একটি ভেসেলও। গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয়। ভারতীয় নৌবাহিনী রবিবার জানিয়েছে, ওই ভেসেলে ২৫ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং সবাই সুরক্ষিত রয়েছেন। ওই ভেসেলে ভারতীয় পতাকা ছিল না। লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকা।