বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ইডির নজরে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক

News Sundarban.com :
ডিসেম্বর ৬, ২০২৩
news-image

এবার ইডির নজরে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক। তাঁকে তলব করল ইডি।
শুধু মন্ত্রী জ্যোতিপ্রিয় নন, তাঁর পরিবারের সদস্যদের লেনদেনের উপরও নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে জেরা করলেই এবিষয়ে একাধিক তথ্য হাতে আসতে পারে বলে মনে করছে ইডি।

রেশন দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর এক মাসেরও বেশি সময় পেরিয়েছে। দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ঠিক কীভাবে চলছিল গোটা বিষয়টা। ঘটনার সঙ্গে জড়িত আর কারা, আর্থিক সুবিধা পেয়েছেন কে কে, সবটাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই কারণেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক জয়শংকরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।

প্রসঙ্গত, জেল হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ায় রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে নগর দায়রা আদালতে পেশ করা হয়। ইডির তরফে আইনজীবী আবারও জেল হেফাজতের আবেদন করে। বিচারক তাঁকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।