বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

News Sundarban.com :
ডিসেম্বর ৬, ২০২৩
news-image

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মিগজাউমের ‘ল্যান্ডফল’ হয়েছে। শক্তি হারিয়ে এখন পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের প্রভাবে জলমগ্ন চেন্নাই-সহ একাধিক শহর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মিগজাউমের প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়েনি, তবে ৭ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। সঙ্গে থাকবে মেঘলা আকাশ। এর প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই উপরের দিকে রয়েছে।

তবে পরিস্থিতি বদল হবে ৮ ডিসেম্বরের পর। ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বরের পর থেকে আবারও উত্তর-পশ্চিমী বাতাস আসতে শুরু করবে, তাই পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। তবে, একধাক্কায় খুব বেশি নামবে না পারদ। কিছুটা সময় লাগবে।

৮ ডিসেম্বরের পর থেকে রাতের তাপমাত্রাও কমতে শুরু করবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।