শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্তে তুষারপাত

News Sundarban.com :
নভেম্বর ৩০, ২০২৩
news-image

বৃহস্পতিবার কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত ও সমতলে বৃষ্টি হয়েছে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে কাশ্মীরের পার্বত্য এলাকা। গুলমার্গ, দুধপাথরির মতো বিভিন্ন এলাকায় এদিন তুষারপাত হয়েছে। তুষারপাত ও বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে জম্মু ও কাশ্মীরে। এদিকে, এই ঠান্ডার মধ্যে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট নাজেহাল করে তুলেছে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের। সমগ্র দেশের মধ্যে কাশ্মীর এই মুহূর্তে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন।

বৃহস্পতিবার কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে নতুন করে তুষারপাত হয়েছে, এর মধ্যে রয়েছে গুলমার্গ এবং দুধপাথরিও। তুষারপাত ও বৃষ্টির সৌজন্যে কাশ্মীরের নানা স্থানে তাপমাত্রার পারদ নেমেছে। কনকনে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর থেকে পহেলগাম-সহ কাশ্মীরের নানা প্রান্ত। জমজমাট ঠান্ডা অনুভূত হচ্ছে কেন্দ্রশাসিত অংশ লাদাখেও।