বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমডাঙায় খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান

News Sundarban.com :
নভেম্বর ১৭, ২০২৩
news-image

জয়নগর কাণ্ডের রেশ কাটার আগেই আমডাঙায় খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যা নিয়ে শোরগোল সবমহলে। এই খুনে ইতিমধ্যে আনোয়ার হোসেন মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও দু’জনকে। এফআরআই-এ নাম রয়েছে ৪ জনের।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ৩৪ নং জাতীয় সড়কের পাশে আমডাঙা থানার কামদেবপুর বাজার এলাকায় কিছু লোকজনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন রূপচাঁদ মণ্ডল। সেই সময় হঠাৎ এলাকায় প্রচুর বোমাবাজি হয়। গুরুতর জখম হন তৃণমূল পঞ্চায়েত প্রধান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণরক্ষা হয়নি। রাতেই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েকজন দুষ্কৃতী বেশ কিছুক্ষণ ধরে রূপচাঁদ মণ্ডলের উপরে নজর রাখছিল। ঘটনার পরেই পালিয়ে যায় তারা। গোটা ঘটনাকে ঘিরে এখনও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই খুনের পিছনে আসলেই কি কোন জমি সংক্রান্ত গণ্ডগোল না রাজনৈতিক প্রতিহিংসা, তা ক্রমশ তদন্ত প্রক্রিয়া এগোলে বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে আমডাঙা। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।