কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন

কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন। সোমবার চার তলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগারে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। গবেষণাগারে যেহেতু কোনও রোগী নেই, তাই আগুন লাগার পর কাউকে সরাতে হয়নি।কী ভাবে আগুন লেগেছে, সেই কারণ খতিয়ে দেখছে দমকল। মনে করা হচ্ছে, সেখানে যেহেতু গবেষণাগারে অনেক বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে, তাই সেগুলির কোনও একটি থেকেই আগুন লেগেছে।