হামাসকে চিরতরে ধ্বংস করতে বদ্ধপরিকর ইজরায়েল

গাজা শহরের কেন্দ্রস্থল দখলের দাবি করল ইজরায়েলি সেনা । মঙ্গলবার এই দাবি করে ইজরায়েল বাহিনীর তরফে জানান হয়েছে, হামাস এবার দক্ষিণ গাজার দিকে পালাতে শুরু করেছে। হামাসের পাশাপাশি ইরান সমর্থিত হেজবোল্লাকেও শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইজরায়েল-হামাস সংঘর্ষের একমাস পার। এনিয়ে মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ওই ভাষণেই হেজবোল্লাকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু জানান, হেজবোল্লা এই সংঘর্ষে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলে বড় ভুল করবে। অন্যদিকে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট মন্তব্য করেন, হামাসকে চিরতরে ধ্বংস করতে বদ্ধপরিকর ইজরায়েল। এরপরই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তাঁদের সেনা এখন গাজার কেন্দ্রস্থলে।
এদিকে এখনই যে যুদ্ধবিরতির পথে হাঁটবে না ইজরায়েল তা আগেই জানিয়েছিলেন নেতানিয়াহু। তাঁর সাফ কথা, যতদিন না প্যালিস্তিনীয় জঙ্গিদের হাতে আটক ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে, যুদ্ধবিরতি হবে না।