লক্ষ্মীপুজো মানেই দেবলীনা কুমারের ব্যস্ততা

শুক্রবার সকালে পটুয়াপাড়া থেকে বাপের বাড়ির লক্ষ্মী প্রতিমা নিয়ে এসেছেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা। পরম যত্নে পুজোর আয়োজনে থাকেন দেবলীনা কুমার।
শনিবার বাপেরবাড়ির পুজো সেরেই আবার শ্বশুরবাড়িতে চলে এসেছেন। কারণ মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজো বহু বছর ধরেই ধুমধাম করে হয়ে আসছে। ধনদেবীকে বরণ করে নেওয়ার মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
মহানায়কের স্ত্রীয়ের মুখের আদলেই এই প্রতিমা তৈরি হয় আজও। মহানায়ক চলে যাওয়ার পরও পুজোর ধারা একইভাবে বজায় রেখেছে চট্টোপাধ্যায় পরিবারের নতুন প্রজন্ম।