মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোজাগরীতে বাংলার লক্ষ্মীদের বন্দনায় কবিতা নিবেদন মমতার

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০২৩
news-image

মর্ত্য থেকে কৈলাসে পাড়ি দিয়েছেন মা দুর্গা। ধরাধামে এখন পুজো চলছে তাঁর মেয়ের। শনিবার লক্ষ্মীর আরাধনায় মেতেছেন বাঙালি। আর এই দিনেই বাংলার লক্ষ্মীদের বন্দনায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সামাজিক মাধ্যমে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন সকালেই। এবার বাংলার লক্ষ্মীমেয়েদের জন্য কবিতা লিখলেন তিনি। জানালেন, লক্ষ্মীমেয়েরা ভাল থাকলেই, ভাল থাকবে বিশ্ববাংলা। কবিতায় বাংলার লক্ষ্মীমেয়েদের কথাই তুলে ধরেছেন তিনি। লিখেছেন-

‘আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,

আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।।

আমার লক্ষ্মী গ্রাম-গঞ্জে মাটির ঘরে আলো,

আমার লক্ষ্মী মুড়ি-পেঁয়াজের শান্তির দূত ভাল।।’

আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায় সরস্বতীর সুর,

আমার লক্ষ্মী গান-বাজনায় জয় করে দূর-সুদূর।।

আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য মলিন শাড়ির বাহারে,

আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয়-‘আহারে’!