মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাকিবুর রহমানের জামিনের আর্জি খারিজ

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০২৩
news-image

ইডি হেফাজতের মেয়াদ শেষে রেশন দুর্নীতিতে গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর রহমানকে জেল হেফাজতে পাঠাল আদালত। শনিবার দুপুরে বাকিবুরের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। ইডি তাঁকে জেলে গিয়ে জেরা করতে পারবে বলে জানিয়েছে আদালত।

শনিবার দুপুরে আদালতে পেশ করা হয় রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুরকে। সেখানে জামিনের আবেদন করেন অভিযুক্তের আইনজীবী। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, বাকিবুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেশনের খাদ্যশস্য পাচারের ৩টি অভিযোগ আগেই হয়েছিল। কিন্তু প্রভাবশালীর হাত মাথায় থাকায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। গ্রেফতার করা তো দূরে থাক, তাঁকে জেরা পর্যন্ত করা হয়নি। এই অভিযুক্ত জামিন পেলে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে।

ইডির আইনজীবী আরও বলেন, তদন্ত সবে শুরু হয়েছে। এখনো অনেক তথ্য উঠে আসবে বলে আশা করি। সেজন্য অভিযুক্তকে ফের জেরা করতে হতে পারে।