শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লডিয়া গোল্ডিন।

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০২৩
news-image

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লডিয়া গোল্ডিন। শ্রম বাজারের অর্থনীতির ক্ষেত্রে মহিলা শ্রমিকদের অবদান নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন।সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ক্লডিয়ার নাম ঘোষণা করে। তৃতীয় মহিলা হিসাবে অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোলডিন। নোবেল পুরস্কারের ইতিহাসে ১০০০তম প্রাপক হিসাবে লেখা হল এই মার্কিন অর্থনীতিবিদের নাম।

নোবেল কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলছে, শ্রম বাজারে মহিলাদের যোগদান ও গুরুত্ব প্রসঙ্গে একেবারে নতুন রকমের তথ্য তুলে এনেছেন ক্লডিয়া গোলডিন। তাঁর গবেষণা অনুযায়ী, মহিলাদের মনে কর্মক্ষেত্রের চেয়েও বেশি গুরুত্ব পায় তাঁর সংসার। অনেক ক্ষেত্রেই মহিলাদের বিয়ের উপরে নির্ভর করে, তাঁরা শ্রমসাধ্য কাজে যোগ দিতে পারবেন কিনা। তবে ক্লডিয়ার গবেষণা অনুযায়ী, খুব ধীর গতিতে হলেও মহিলাদের মানসিকতায় পরিবর্তন আসছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে সমীক্ষা চালিয়ে ক্লডিয়া তুলে ধরেন, অনেক ক্ষেত্রেই কর্মক্ষেত্রে যোগ দিতে ভয় পান মহিলারা। কারণ কেরিয়ার নিয়ে প্রথমে তাঁদের যে আশা থেকে, সেটা ভেঙে যাওয়ার ভয় রয়ে যায়। আমেরিকা-সহ অন্যান্য বেশ কয়েকটি দেশে একই রকম পরিস্থিতি রয়েছে বলেই ক্লডিয়ার গবেষণার দাবি। তবে শ্রম বাজারে মহিলাদের গুরুত্ব তুলে ধরেছেন ক্লডিয়া। নোবেল কমিটির আশা, ক্লডিয়ার এই গবেষণার ভিত্তিতে আগামী দিনে শ্রম বাজারে আরও উন্নতি আনা যেতে পারে।