সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউটাউনে সাপুরজি আবাসনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ

News Sundarban.com :
অক্টোবর ৭, ২০২৩
news-image

নিউটাউনে সাপুরজি আবাসনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। মাদক দ্রব্য পান করিয়ে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগে গ্রেফতার হয়েছে ৩ জন।

সাপুরজি আবাসনে শুক্রবার রাতে পার্টি ছিল। বন্ধুদের সঙ্গে সেখানেই মদ্যপান করেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এই ঘটনায় তিন আইটি কর্মীকে গ্রেফতার করা হয়।

ধৃতরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। ধৃতদের মধ্যে একজন এন্টালি এবং অপর দুজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার হয়েছে। টেকনো সিটি থানায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী। প্রত্যেকে একে অপরের পূর্বপরিচিত। চেনা পরিচিতির সুযোগেই ওই যুবকেরা তরুণীকে গণধর্ষণ করে বলেই অভিযোগ।

কামদুনি গণধর্ষণ ও খুন কাণ্ডে কলকাতা হাই কোর্টে রদ ফাঁসির সাজা। ওই রায় নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর তরজা। তারই মাঝে এ ঘটনায় আলোচনার বাতাবরন তৈরি হয়েছে।

আরও দেখুন