বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফোসসে

News Sundarban.com :
অক্টোবর ৫, ২০২৩
news-image

ঘোষিত হল ২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার । এবছর সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক এবং নাট্যকার জন ফোস। তিনি নরওয়ের বাসিন্দা। সুইডেনের নোবেল অ্যাকাডেমি এই পুরস্কার ঘোষণা করেছে। তারা জানিয়েছে, না বলা কথাকে কণ্ঠ দিয়েছে তাঁর নাটক এবং অননুকরণীয় গদ্য।

নরওয়ের ভূমিপুত্র জন ফোসে দীর্ঘকাল ধরে নাটক, গদ্য, ছোটগল্প, ছোটদের জন্য রচনা করে আসছেন। ফোসের সাহিত্যকর্মের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘মেলানকলি’, ‘বোটহাউস’। সবকটিই নয়ের দশকে রচিত। তবে তাঁর নাটকের খ্যাতি গোটা বিশ্বজোড়া। অন্তত ৪০ টি নাটক অত্যন্ত জনপ্রিয়। নরওয়ে ভাষায় একাধিক অনুবাদের কাজও করেছেন তিনি। বৃহস্পতিবার সুইডেনের অনুষ্ঠান মঞ্চে নোবেল কমিটি এই ঘোষণা করেন পুরস্কারদাতারা। বলা হচ্ছে, যাঁরা কথা বলতে পারেন না, তাঁদের মুখের ভাষা জুগিয়েছে জন ফোসের নাটকের ভাষা। বলা হচ্ছে, ফোসের ভাষা একেবারে নরওয়ের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।