বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজভবনের আবাসিক এলাকা ও একতলা থেকে পুলিশকে সরানোর নির্দেশ

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৮, ২০২৩
news-image

রাজ্যপালের ওপর পুলিশের নজরদারির অভিযোগ উঠেছে। এর পরই রাজভবনের পদক্ষেপ। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ফের একবার তীব্র রাজ্য-রাজ্যপাল সংঘাত। সূত্রের খবর, রাজভবনের আবাসিক এলাকা ও একতলা থেকে পুলিশকে সরানোর নির্দেশ।

নিরাপত্তার দায়িত্বে থাকা ৫০ জনের মতো পুলিশকে সরানোর নির্দেশ। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। রাজভবনে সিভি আনন্দ বোসের ওপর পুলিশি নজরদারির অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও।

রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছে পুলিশের সন্দেহজনক গতিবিধির অভিযোগ ওঠে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়। যার পর এবার জানা যাচ্ছে, পুলিশকে সরিয়ে রাজভবনের ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে সিআরপিএফ-কে। কী উদ্দেশ্যে রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ, তা নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি লালবাজারের।