মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাকদ্বীপ মহকুমায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত অব্যাহত

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৮, ২০২৩
news-image

দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত অব্যাহত। চলতি মাসে কাকদ্বীপ মহকুমায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। এদের বেশিরভাগের চিকিৎসা চলছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। ওয়ার্ডের মধ্যে মশারি টাঙিয়ে চলছে এই চিকিৎসা। গত কয়েকদিনে রোগীর চাপ বেড়েছে।

এই মহকুমার কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লকের আক্রান্তদের চিকিৎসা চলছে। অন্যদিকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে কাকদ্বীপ শহরের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়ত-এর উদ্যোগে নিকাশী ড্রেন পরিষ্কারের কাছ চলছে। কীটনাশক স্প্রে করা হচ্ছে। চলতি বছরে এই মহকুমায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায়। এটাই স্বস্তির বিষয়।