রাজস্থানের এক রাজকীয় প্রাসাদেই বসেছ পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের আসর

জমকালো বাগদান পর্বের পর এবার বিয়ের পালা। রাজস্থানের এক রাজকীয় প্রাসাদেই বসেছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের আসর।‘উদয়পুর লীলা প্যালেস’-এই চার হাত এক হতে চলেছে,
বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্মকুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে। শনিবার সন্ধেয় নয়ের দশকের বলিউডি গানে মাতবে আসঙ্গীতের আসর। তবে দিদি প্রিয়াঙ্কা কি আসছেন? এটাই এখন সবথেকে বড় কৌতূহল।
বলিউড সেলেবদের অনেকেই বর্তমানে মরুশহরকে বিয়ের ভেন্যুর জন্য বেছে নিচ্ছেন। নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা, ভিকি-ক্যাটরিনাদের মতো অনেকেই রাজস্থানের দুর্গে বিয়ে করেছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন রাঘব-পরিণীতি।