পুরসভায় মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা

শনিবার কলকাতা পুরসভায় তাণ্ডবের জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুই কাউন্সিলার যথাক্রমে অসীম বসু ও সজল ঘোষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হল।
পুরসভায় চেয়ারম্যান তথা সাংসদ মালা রায় এ খবর জানিয়ে সাংবাদিকদের বলেন, এদিন পুর অধিবেশনে যা হয়েছে, তা দুঃখজনক। সংসদ, বিধানসভাতেও এরকম হয়েছে। পুরভবনের ঘটনাটি ছোট্ট, তবু এটা না হওয়াই কাঙ্খিত ছিল। কলকাতা পুরসভায় মারামারিতে এদিন জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা। মারামারি থামাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় মেয়র ফিরহাদ হাকিমকে। কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা ঘটল অধিবেশন কক্ষে।
ধুন্ধুমারকাণ্ড সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়। পরে যদিও পুরসদস্যদের অনুরোধে ফিরে আসেন তিনি। অধিবেশন শুরু হয়। বক্তব্য রাখা শুরু করেন মেয়র কিন্তু সজলের উপর ‘আক্রমণে’র অভিযোগ তুলে অধিবেশন বয়কট করেন বিজেপি কাউন্সিলরেরা।